খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
বন্ধ থাকা খুলনা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানাধীন রূপসা এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সেখানে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ছুটে যায়। এর মধ্যে খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ছিল। এ দলের নেতৃত্বে আছেন ফয়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
তানহারুল ইসলাম বলেন, 'এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এখানের গোডাউনে সালফার রক্ষিত ছিল। তাতে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কী কারনে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।'
স্থানীয়রা জানান, কারখানার আগুনের ধোঁয়া নগরীর টুটপাড়া, লবণচরা, দোলখোলা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের সকল এলাকায় ছড়িয়ে পড়েছে।
খুলনা নগরের রূপসা নদীর তীরে ১৯৫৫ সালে ১৮ একর জমির ওপর কারখানাটি যাত্রা শুরু করে। ১৯৯৩ সালের শেষের দিকে কারখানাটি ব্যক্তি খাতে ইজারা দেওয়া হয়। ইজারা নেয় ভাইয়া গ্রুপ।
২০১০ সালের ১ ফেব্রুয়ারি ভাইয়া গ্রুপ দাদা ম্যাচের উৎপাদন ও ১৮ আগস্ট কারখানাটি বন্ধের ঘোষণা দিয়ে সব শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করে। এরপর থেকে শ্রমিক-কর্মচারীরা কারখানাটি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণে নিয়ে চালু ও বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এ এক পরিস্থিতিতে ২০১১ সালে খালিশপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাটি চালুর ঘোষণা দেন। ওই বছরের ২৩ মার্চ শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসক কারখানাটির স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝে নেন।