এডিসের লার্ভা পাওয়ায় পেট্রোবাংলা, টিসিবিসহ একাধিক ভবনে ২২ লাখ টাকার বেশি জরিমানা
ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশসহ (টিসিবি) চারটি প্রতিষ্ঠানকে ৫ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ভবনগুলোর ভূগর্ভস্থ পার্কিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করে ঢাকা উত্তরের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ।
সোমবার দুপুরে কারওয়ান বাজারে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম অভিযানে অংশ নেন।
মেয়রের উপস্থিতিতে ৪টি ভবনে লার্ভা পাওয়ায় প্রতিটিতে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চারটি ভবন হলো: পেট্রোবাংলা, যমুনা অয়েলের নির্মাণাধীন ভবন, টিসিবি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন।
মেয়র আতিকুল সাংবাদিকদের বলেন, 'অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি যে পেট্রোবাংলার যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়, সেখানে নালার মধ্যে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখানে রীতিমতো এডিস মশার লার্ভার চাষ হচ্ছে। আজ যে পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হলো, সেই টাকা তাদের জরিমানা দিতে হতো না, যদি তারা ৫০০ টাকার ব্যবস্থা নিত।'
পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, পানি জমে থাকার বিষয়টি চিহ্নিত করে তিনি প্রায় দুই সপ্তাহ আগে তা পরিষ্কার করা এবং পানি যাতে জমে থাকতে না পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্বও দেওয়া হয়। কাজ চলাকালে যদি মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তার দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হবে, পেট্রোবাংলার সংশ্লিষ্ট শাখার লোকজনকে নিতে হবে।
অন্যদিকে এডিসের লার্ভা পাওয়ায় ধানমন্ডির আই হসপিটালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কনকর্ডের একটি নির্মাণাধীন ভবনেও এডিসের লার্ভা পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, সোমবার দক্ষিণ সিটি করপোরেশনের ৮ টি ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় তাদের জরিমানা করে। এতে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় হয়।