টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে পানিবন্দী বান্দরবান; কক্সবাজার-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবান। বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানি বেড়ে ও পাহাড় ধসে অভ্যন্তরীণ সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা।
এছাড়া, টানা বৃষ্টিতে মহাসড়কে পানি ওঠায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
বান্দরবান শহরের কোথাও কোথাও উঠেছে বুক সমান পানি। নদীর পাড়ের ঘরবাড়ি ও নীচু সড়কগুলো পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকায় টানা দুইদিন ধরে নেই বিদ্যুৎ। দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে জেলা শহর ও উপজেলার অনেক মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন হোটেলে ও শিক্ষাপ্রতিষ্ঠানে।
এমনকি, বান্দরবানের বিভিন্ন এলাকায় গত তিনদিন যাবত মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না; বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবাও।
এ বিষয়ে জানতে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সোমবার (৭ আগস্ট) রাতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জাবেদ কায়সার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রোববার থেকেই টানা বৃষ্টি হচ্ছে। লামায় ৫৫টি আশ্রয়কেন্দ্রে ৬০০ থেকে ৭০০ জন মানুষকে নিয়ে আসা হয়েছে। নৌকার মাধ্যমে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। কিন্তু নীচু এলাকায় স্রোতের কারণে ভুক্তভুগীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ ব্যাহত হচ্ছে।"
"আলীকদম-লামা হয়ে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে ওইসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে," জানান তিনি।
টিবিএসের বান্দরবান প্রতিনিধি জানান, পুরো শহরের মানুষ এই মুহূর্তে পানিবন্দী। পাহাড় ধসের ঘটনায় বান্দরবানের সঙ্গে পার্শ্ববর্তী রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি বলেন, "এছাড়া রোয়াংছড়ি, রুমা ও থানচি রুটেও গাড়ি চলছে না। পানি ওঠা, ভূমিধস এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।"
সোমবার রাতে তেমন বৃষ্টিপাত না হলেও আজ সকাল থেকে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে বলে জানান তিনি।
এদিকে, টানা বৃষ্টিতে মহাসড়কে পানি ওঠায় সোমবার রাত থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ, সাতকানিয়া অংশের সড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।