টেকনাফে বাহিনী প্রধানসহ র্যাবের হাতে গ্রেপ্তার ৭, অস্ত্র-ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া-টেকনাফ কেন্দ্রিক সশস্ত্র বাহিনী প্রধান রাসেলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে কক্সবাজারস্থ র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে র্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, "মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ভোর পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ইয়াবাসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।"
র্যাব জানায়, উখিয়া-টেকনাফ এলাকায় ডাকাতি, অপহরণ, মানব ও মাদকপাচার ব্যবসা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত এই বাহিনী।
অভিযানস্থল থেকে ৬টি দেশিয় তৈরি একনলা বড় বন্দুক, ২টি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৭ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ ও ১ রাউন্ড খালি কার্তুজ, ১টি রামদা, ২০ হাজার ইয়াবা এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রাসেলের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদক, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১৫টির বেশি মামলা রয়েছে।
মেজর সৈয়দ সাদিকুল হক জানান, "রাসেল সশস্ত্র একটি বাহিনী তৈরি করে নানান অপরাধের সাথে সংযুক্ত রয়েছে। রাসেল বাহিনীর সদস্যরা র্যাব, পুলিশ, বন বিভাগসহ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও গুলি বর্ষণ করেছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব গহীন পাহাড়ে অভিযান চালায়। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করে অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।"
গ্রেপ্তারকৃতদের মামলা করে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।