রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে একজনের ভর্তি বাতিল, তিন শিক্ষার্থী বহিস্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ায় এক শিক্ষার্থীর ভর্তি বাতিল ও অসদুপায়ের মাধ্যমে ভর্তি হতে সহায়তা করায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (২২ আগস্ট) এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়টি প্রমাণিত হওয়ায় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবীব (ভর্তি পরীক্ষার রোল নম্বর ৬০৫৮৪, ইউনিট সি, গ্রুপ-৩) এর ভর্তি বাতিল করা হয়েছে।
অন্যদিকে মো. আহসান হাবীবকে অর্থের বিনিময়ে সহায়তা করায় সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন- মো. শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মাহিবুল মোমিন সনেট (লোক প্রশাসন বিভাগ) ও মো. রাজু আহমেদ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)।