চট্টগ্রামে ভূমিধসে বাবা ও শিশুকন্যার মৃত্যু
চট্টগ্রামের ষোলশহর আইডব্লিউ রেলওয়ে কলোনি এলাকায় ভূমিধসে বাবা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৭ আগস্ট) রাতভর প্রবল বর্ষণের পর সকাল ৭টা ১০ মিনিটে ষোলশহর রেলওয়ে স্টেশনের কাছে পাহাড়ের পাদদেশে পাহাড় থেকে মাটির বিশাল একটি অংশ বসত ঘরের উপর ধসে পড়ে এ ঘটনা ঘটে।
বিভাগীয় ফায়ার কন্ট্রোল অফিসের টেলিফোন অপারেটর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি স্থানীয় দল ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়রা বাড়ি থেকে চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসিএইচ) হাসপাতালে নিয়ে যায়।
অগ্নিনির্বাপকদের দল কাদা থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
নিহতরা হলেন- মোঃ সোহেল (৩৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে বিবি জান্নাত। ভূমিধসে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর-ই-আলম আহসিক।
বন্দরনগরীর পাহাড়ি ঢালে হাজার হাজার প্রান্তিক মানুষ বসবাস করছে। অবিরাম বৃষ্টির কারণে তারা ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
গত দুই দশকে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় অন্তত ২৫৯ জন নিহত হয়েছেন। ২০০৭ সালের ১১ জুন, শহরের বিভিন্ন স্থানে ভূমিধসের ৭টি ঘটনায় কমপক্ষে ২২৭ জন মারা যান।