২৮ অক্টোবরকে সামনে রেখে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব
শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে সামনে রেখে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্প এলাকায় টহল দিতে পিকআপ ও মোটরসাইকেল মোতায়েন করেছে র্যাব-২।
এতে আরও বলা হয়, র্যাব-২ এর দায়িত্বে থাকা এলাকায় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দলের অধিনায়ক নিয়মিত টহল দলের কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। এতে সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এর আগে, আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের জন্য বিকল্প স্থান খোঁজার আহ্বান জানিয়েছিল ডিএমপি। এদিকে, জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি তারা।
কিন্তু বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামী জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে অনুমতি না পেলেও তারা পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ঢাকায় তাদের পূর্বঘোষিত স্থানেই সমাবেশ করবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করার বিষয়ে অনড়, অন্যদিকে বিএনপি বলেছে তারা নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে প্রস্তুতি নিয়েছে। জামায়াতও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
শুক্রবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'নয়াপল্টনে আমাদের সমাবেশে বাধা দিলে সরকারকে এর দায় নিতে হবে।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'অনুমতি দেওয়ার কিছু নেই, সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।'