এক মাসের ব্যবধানে আটা-ময়দার দাম কেজিতে বেড়েছে ৫ টাকা, চিনির কেজি ১৫০
এক মাসের ব্যবধানে আটা ও ময়দার দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা। পাশাপাশি প্যাকেটজাত চিনির সংকটও তৈরি হয়েছে বাজারে।
কারওয়ান বাজারের বিক্রেতা মোহাম্মদ আলী হোসেন বলেন, কেজি প্রতি আটার দাম পাঁচ টাকা বেড়েছে। আটার দুই কেজির প্যাকেট এখন ১২০ টাকা, যা এক মাস আগে ছিল ১১০ টাকা।
আরেক বিক্রেতা মোহম্মদ বাহার মিয়া বলেন, 'দুই কেজির প্যাকেট আটা ১২০ টাকা ও ময়দা ১৪০ টাকা বিক্রি করছি।'
এছাড়া গত এক মাসে খোলা চিনির দাম ১০ টাকা বেড়ে এখন প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দু-একটি দোকানে প্যাকেটজাত চিনি পাওয়া গেলেও প্রতি কেজির দাম রাখা হচ্ছে ১৫০ টাকা। খোলা চিনি ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি করছেন বলে জানানা আলী হোসেন।
কল্যাণপুরের একটি দোকানের বিক্রয়কর্মী মোহম্মদ ফেরদৌস বলেন, '১ কেজি চিনির প্যাকেটে লেখা থাকে ১৩৪ টাকা। আমাদের পাইকারি কিনতে হয় ১৪৮ টাকা।
'এখন আমরা ১৫০ টাকা বিক্রি করলে আমাদের সঙ্গে ক্রেতারা দামাদামি করেন, বলেন গায়ের দামের চেয়ে বেশি দামে কেন বিক্রি করছি। ভোক্তা অধিকার অধিদপ্তরের লোক আমাদের জরিমানা করেন। তাই চিনি বিক্রি বন্ধ রেখেছি।'
তিনি বলেন, অনেক বিক্রেতা প্যাকেটের চিনি খুলে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন।