আদম তমিজী হককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর তমিজীর গুলশানের বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানের সময় গ্রেপ্তার করা হলে তমিজী আত্মহত্যার হুমকি দেন। ফেসবুক লাইভ এসে তিনি আবারও হুমকি দেন।
তমিজীকে তার ফেসবুক লাইভ ভিডিওতে প্রায়ই অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে। এক পর্যায়ে তমিজী এ-ও বলেছিলেন যে তিনি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন এবং বাংলাদেশ ছাড়ার জন্য ইসরায়েলের সাহায্য চেয়েছিলেন।
তমিজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা রয়েছে।