ইউটিলিটি বিল পরিশোধ না করলে যথাযথ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন বর্জন, অসহযোগিতা এবং কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল না দিতে জনগণের প্রতি বিএনপির সাম্প্রতিক আহ্বানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অন্য গ্রাহকদের ক্ষেত্রে যা করা হয়, বিল পরিশোধ না করা হলে সে ধরনের ব্যবস্থাই নেবে সংশ্লিষ্ট বিভাগগুলো।
বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, 'বিএনপির লোকজন যদি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ না করে, তাহলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যে ব্যবস্থা নেয়, তাদের জন্যও সেটা করবে।'
এর আগে এ দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সরকারের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতার পাশাপাশি জনগণকে ইউটিলিটি বিল ও কর-খাজনা না দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারা অসহযোগ করবেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায় — যেহেতু উনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে পড়বে — তাহলে কী হবে তারা কি সেটা বুঝতে পারছেন?'
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপিকে জনগণ ভালো করেই চেনে এবং কখনো দলটির কোনো ডাকে তারা সাড়া দেয়নি।
তিনি আরও বলেন, 'আমার বিশ্বাস জনগণ যথাসময়ে তাদের ভোট দেবেন এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।'