ডিএসই’র ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, সূচকে ভুল তথ্য প্রদর্শন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আবারও বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। ওয়েবসাইটে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে।
ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েবসাইটের অপারেশনে কারিগরি ত্রুটির কারণে এমন সূচক দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের আজকের সূচক সংক্রান্ত তথ্য উপেক্ষা করতে এবং এ নিয়ে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছে।
ইন্ডিকেটর টেক্সট বা গ্রাফ কিছুই আপডেট করা হচ্ছে না ওয়েবসাইটে। তাই এই মুহূর্তে বাজারের প্রকৃত অবস্থাও ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে না। অধিকন্তু, বাজার সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে সূচক।
আজ রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম দিনেই কারিগরি ত্রুটি দেখা দেয় ডিএসই'র ওয়েবসাইটে।
সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর থেকে ওয়েবসাইটটিতে ভুল তথ্য প্রদর্শন হতে থাকে।
সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬,১২৩ পয়েন্ট বা ৯৯.৯৯% কমে ৩৯.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এরমধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০.৩২%।
এ সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় ০.০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১,৩৩৫ পয়েন্ট বা ৯৯.৯৯% কম।
অন্যদিকে, বাজারমূলধনের দিক থেকে বড় ৩০টি কোম্পানির মূল্যসূচক ডিএস৩০-এর অবস্থান দেখানো হয় ২,০৯৬ পয়েন্ট– যা আগের দিনের চেয়ে ২.২৩ পয়েন্ট বা ০.০৬% বেশি।
বেলা সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে তিনটি মূল্যসূচকের সব তথ্য শূন্য দেখানো হয়। সাড়ে ১০টা পর্যন্ত সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না।