রুমায় কুকি-চিনের আরো ২ সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই সদস্যকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায় সোমবার যৌথ বাহিনীর তল্লাশির অভিযানে দুইজন সক্রিয় কেএনএফ সদস্যকে আটক এবং ৭টি দেশী বন্দুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়।"
এনিয়ে কেএনএফের গ্রেপ্তার সদস্যের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে গতকাল রোববার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
আজ সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে– এক জিপচালকসহ চারজনকে গ্রেপ্তারের খবর জানানো হয়। গ্রেপ্তারকৃতদের থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত আসামি বলা হলেও কেএনএফ সদস্য হিসেবে উল্লেখ করা হয়নি।
ওই জিপচালকের গাড়ি থানচি ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে যৌথ অভিযানের বিষয়ে জানতে চাইলে আইএসপিআর-এ সহকারী পরিচালক রাশেদুল আলম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, রুমায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। যখন যে তথ্য পাওয়া যাবে– তখনই সংবাদ বিজ্ঞপ্তি আকারে দেওয়া হবে। তারপরে বিস্তারিত জানানো হবে।
গত মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র ডাকাতেরা। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, এবং একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশকিছু অস্ত্র ও গুলি।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতের প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর নাম এসেছে; যারা পাহাড়ে 'বম পার্টি' নামে পরিচিত।
এনিয়ে দিনভর দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৬ ঘন্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতি, অর্থ লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত বলে জানানো হয়। এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।