হারানো আইফোন বাংলাদেশ থেকে উদ্ধারে সাহায্য পেতে টিবিএসকে লিখলেন কেরালার শিক্ষার্থী
ভারতের কেরালার এমবিবিএস শিক্ষার্থী মোহাম্মদ শাহিন রোশান এ বছরের ২৭ মার্চ কেরালার এর্নাকুলাম থেকে কোঝিকোড়ে যাচ্ছিলেন।
দুপুর ৩টার দিকে ত্রিশুর বাস স্টেশনে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই দুই ব্যক্তি তার ফোন ছিনিয়ে নেয়।
'আমি চিৎকার করে তাদের পেছনে পেছনে দৌড়ালাম। কিন্তু কোনো লাভ হয়নি,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ফোনে বলেন তিনি।
তিনমাস পরে রোশান জানতে পারেন, তার ফোনটি বর্তমানে ঢাকাতে রয়েছে।
একজন ভারতীয় নাগরিকের তার হারিয়ে যাওয়া আইফোন বাংলাদেশ থেকে ফেরত পাওয়ার বিষয়ে টিবিএস-এর প্রতিবেদন পড়ার পর রোশান এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের কাছাকাছি এলাকায় আইক্লাউড থেকে পাওয়া ফোনটির অবস্থানের তথ্য ও একটি সাধারণ ডায়েরিসহ কিছু প্রাসঙ্গিক নথিও পাঠিয়েছেন।
'ফোনটি ছিনিয়ে নেওয়ার পর আমি ত্রিশুর পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু ফোন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি,' তিনি টিবিএসকে বলেন।
তার ফোনটি একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স। বিক্রয়ের রশিদ অনুযায়ী, এটির দাম প্রায় এক লাখ ৬০ হাজার রুপি।
রোশান গত তিনমাস ধরে 'ফাইন্ড মাই' অ্যাপ্লিকেশন ব্যবহার করে হারানো ফোনটি খুঁজে বের করার চেষ্টা করলেও আশা হারাননি।
তিনি বলেন, 'তিনমাস দুদিন পর সোমবার (১ জুলাই) ভোর ৩টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরে ফোনটি চালু করা হয়।'
'আমি জানি না ফোনটি কেরালা থেকে কীভাবে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে পৌঁছাল। হয়তো কোনো আন্তর্জাতিক মোবাইল চোরচক্র চুরি করে ফোনটি বাংলাদেশর পাচার করেছে,' তিনি আরও বলেন।
'কেনার দুই সপ্তাহের মাথায় ফোনটি চুরি হয়ে গেছে। আমি এখনও প্রতিমাসে সাড়ে সাত হাজার রুপি কিস্তি দিচ্ছি,' জানান এ ভুক্তভোগী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার ইমরান হোসেন টিবিএসকে বলেন, তারা ফোনটি পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। হারানো ফোনটির বর্তমান অবস্থান তার এখতিয়ারভুক্ত এলাকায় দেখাচ্ছে।
এর আগে ৩০ জুন পশ্চিমবঙ্গের কলকাতার বেনিয়াপুকুর থেকে মৌটুসী গাঙ্গুলীর হারিয়ে যাওয়া একটি আইফোন ১৩ ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
গত বছরের ২৬ জুলাই ফোনটি হারিয়ে যাওয়ার পর তার মেয়ে অগ্নিতা গাঙ্গুলী বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
ডিএমপি দীর্ঘ এক বছরের চেষ্টায় ফোনটি সফলভাবে উদ্ধারে সক্ষম হয়।
টিবিএস-এর সঙ্গে কথা বলার সময় গাঙ্গুলীর ফোন উদ্ধারকারী এসআই মিল্টন কুমার দেব দাস বলেন, 'যদি ভুক্তভোগী মোবাইল ফোন হারানোর বিষয়ে মামলা করেন এবং মোবাইল বাক্স ও অন্যান্য প্রমাণপত্রসহ সমস্ত সহায়ক কাগজপত্র তার কাছে থাকে, তাহলে আমরা হারানো ফোন পুনরুদ্ধার করতে পারি।'