কোটা ব্যবস্থা সংবিধানবিরোধী: জি এম কাদের
সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে সম্পূর্ণ 'সংবিধানবিরোধী' বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, "বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে বলে মনে হচ্ছে।"
"কিন্তু সেখানে হাত-পা বাঁধা। ৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে বাৎলে দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী, কোটা বৈধ করার কোনো উপায় নাই।"
আজ শনিবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, "আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু তাদের ছেলে, তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। সবচে বড় কথা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে।"
তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "দেশের অর্থনীতিকে ফুটো করে ফেলেছেন, সেই ফাঁক গলে সবকিছু বেড়িয়ে চলে যাচ্ছে। আপনাদের রিজার্ভ কোনো সময় বাড়বে না। যেটা বাড়ছে, সেটা দেড় থেকে দুই মাস পর আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে দুরবস্থা– তার কারণ বর্তমান সরকারের ভ্রান্ত নীতি এবং দুর্নীতি। গ্যাস এবং বিদ্যুতের বেহাল অবস্থা। সরকারের দুর্নীতি কারণে আজ এ অবস্থা। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গ্যাস এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির মাধ্যমে।"
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক।
সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব কামরুজ্জামান মণ্ডল।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়াকে জেলা জাপার সভাপতি এবং মো. কামরুজ্জামান মণ্ডলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিতে বলেন কাদের।