অনুদান, সুদ মুক্ত, রেয়াতি ও বাণিজ্যিক ঋণ- চারভাবে বাংলাদেশকে সহায়তা দেবে চীন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শি জিনপিং
বাংলাদেশের উন্নয়নের যাত্রায় অব্যাহত সহায়তা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।
স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল- এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিনি বলেছেন, অনুদান, সুদ মুক্ত, রেয়াতি ও বাণিজ্যিক ঋণ – এই চারভাবে বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেবে চীন।
এ বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর।
এরপর গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে দুই নেতার মধ্যে বৈঠকের সম্পর্কে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, উভয় নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য কীভাবে এই ৪ ধরনের সহায়তা দেওয়া হবে উভয় দেশের কারিগরি কমিটি আলোচনার মাধ্যমে তার সিদ্ধান্ত নেবে।
হাছান মাহমুদ জানান, "আলোচনার জন্য চীনের একটি কারিগরি টিম খুব শিগগিরই বাংলাদেশে আসবে।" এছাড়া প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রসঙ্গ তোলার আগেই শি জিনপিং নিজে থেকেই এবিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
শি জিনপিং বলেন, "মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।" এসময় কয়েক লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এর আগে আজ সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকও করেন।
বৈঠকের পর বাংলাদেশ ও চীন বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ)-সহ ২১টি নথিতে সই করে।