আজ বিকেল সাড়ে ৩টা থেকে আবারো ‘বাংলা ব্লকেড’: আন্দোলনের সমন্বয়ক
সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কার চেয়ে এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে পালন করবেন 'বাংলা ব্লকেড' কর্মসূচি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহারের আগে এ ঘোষণা দেন।
বুধবার রাত সাড়ে ৭টায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সরকারি চাকরির সব গ্রেডে ন্যূনতম কোটা (৫ শতাংশ) রেখে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন। 'বাংলা ব্লকেডের' অংশ হিসেবে রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কসহ সারা দেশের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গতকাল সারাদেশে যানবাহন ও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে চলা এই আন্দোলনের কারণে পথচারী ও যাত্রীদের ভোগান্তিও হয়েছে।
এর আগে বুধবারে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে এদিন রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, জিগাতলা, পল্টন, প্রেস ক্লাবে সড়ক এবং কারওয়ান বাজার ও মহাখালীর রেল ক্রসিং অবরোধ করেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আড়িচা মহাসড়কেও অবরোধ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে গতকাল প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে সর্বোচ্চ আদালতের এই আদেশ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাবি ও জাবির শিক্ষার্থীরা।