জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
পুলিশের অনুরোধ ও বাধা উপেক্ষা করেই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কার চেয়ে এক দফা দাবিতে 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করা হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের উভয় লেন অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন।
এই মুহুর্তে মহাসড়কে অনেকটা মুখোমুখি অবস্থান করছে পুলিশ ও শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ২টা ৫০ মিনিট থেকে পূর্বঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে পৌনে ৪টার দিকে সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে জাবির প্রক্টর অধ্যাপক আলমগীর কবীর শিক্ষার্থীদের ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এসময় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার কথা না শুনে মহাসড়কে নেমে আসার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের কর্মকর্তারা মহাসড়ক অবরোধ থেকে বিরত থাকার অনুরোধ করলেও শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ ও বাধা উপেক্ষা করে স্লোগান দিতে দিতে মহাসড়কে নেমে সড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪:২০ মিনিট নাগাদ মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত রয়েছে বিপুল পরিমাণ পুলিশ সদস্য।