ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এই তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী ও বগুড়া মিলে মোট ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; এর মধ্যে রাজশাহীতে ৪ প্লাটুন এবং বগুড়ায় ২ প্লাটুন।
গতকাল সোমবার (১৫ জুলাই) সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার পর আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের সমন্বয়কারী, চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় কাল থেকে এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া, সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৪জন নিহত হয়েছেন।