পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সহিংস সংঘর্ষের মধ্যে আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এ ঘোষণা দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে এ দিন শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং পলিটেকনিক প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া কোটা সংস্কার নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)। মঙ্গলবার রাতে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গত দুইদিনের সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শ।