চট্টগ্রাম বন্দরে পণ্যের ডেলিভারি কার্যক্রম শুরু, ইন্টারনেট না থাকায় ভুগছে সিঅ্যান্ডএফ এজেন্টরা
চট্টগ্রাম বন্দরে পণ্যের ডেলিভারি ও চট্টগ্রাম কাস্টমস হাউসে কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
তবে সব সিঅ্যান্ডএফ অফিসে ইন্টারনেট না থাকায় সিঅ্যান্ডএফ এজেন্টদের কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্ট অফিস থেকে বিল অব এন্ট্রি জমা দিতে হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ সকাল থেকে বন্দরের ওয়ান স্টপ সার্ভিস শুরু হয়েছে।
সোনালী ব্যাংক চট্টগ্রাম কাস্টমস হাউস শাখার তথ্য অনুযায়ী, তারা আজ সকাল থেকে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নে ওয়েবভিত্তিক অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে কাজ করছে। আমদানি করা পণ্যের শুল্ক আদায় প্রক্রিয়া শুরু হয়েছে।
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী বলেন, কাস্টমস কর্মকর্তারা কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম শুরু করেছেন। কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ এজেন্ট অফিস থেকে সিঅ্যান্ডএফ এজেন্টরা বিল অব এন্ট্রি জমা দিচ্ছেন। ইন্টারনেট না থাকায় সিঅ্যান্ডএফ এজেন্টদের নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই করে বন্দরে আটকে থাকা চালান ডেলিভারি করছে।
উল্লেখ্য, ইন্টারনেট না থাকা ও কারফিউ জারির পর গত বৃহস্পতিবার রাত থেকে আমদানি করা পণ্য বোঝাই কনটেইনারের ডেলিভারি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।