ঢাকায় ৩ দিনের জন্য ১১ ঘণ্টা কারফিউ শিথিল: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রবি, সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে, সরকার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখার ঘোষণা দেয়।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কারফিউ শিথিল করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে; আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে; সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।"
এছাড়া, বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক নাহিদ ইসলাম, আবু বকের মজুমদার, আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ যাদেরকে নিরাপত্তার কারণ দেখিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিষয়ে মন্ত্রী বলেন, "আন্দোলনকারীদের ওপর নানা আঘাত আসতে পারে, তাই তারা লুকিয়ে ছিলেন বলে পরিবারকে জানিয়েছেন।"
তিনি বলেন, "আমাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, সে জন্যই তাদেরকে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি।"
"তারা এখানে এসে অনেকের নাম–ঠিকানা বলছেন, তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উসকানি দিয়েছেন, তাদের কথা বলছেন। পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন। তাদের নিরাপত্তার বিষয়টিও খেয়াল করছেন। যাদের নাম–ঠিকানা বলছেন, সেগুলো আমরা আমলে আনছি। আমরা মনে করছি, শিগগিরই এগুলোর সম্পর্কে জানতে পারবেন," যোগ করেন মন্ত্রী।