নিহত ৩, গুলিবিদ্ধ ২১৫: ঢাকা মেডিকেল রক্তে রঞ্জিত
কয়েক মিনিট পর পর একটি করে অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে রোগী নিয়ে আসছে। আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩১ মিনিট পর্যন্ত সেখানে তিনজনের লাশ এবং গুলিবিদ্ধ ২১৫ জনকে আনা হয়েছে।
প্রথমে জরুরি বিভাগে তাহিদুল ইসলাম (২২) নামের একজনের লাশ আনা হয়।
তার সঙ্গে আসা বন্ধুটি বলেন, 'তাহিদুল ইসলামের বাবা মান্নান সরকার। তিনি মহাখালী ডিওএইএস- এ অফিসে সহকারী হিসেবে কাজ করেন।'
তিনি আরও বলেন, 'তাহিদুল ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন।'
নিহত আরেকজনের নাম আব্দুল্লাহ সিদ্দিক (২৩)। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী। সে ঝিগাতলা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।
তার বাবা-মা এখনো আসেনি। সম্ভবত, তারা এখনও তার মৃত্যুর খবর জানতে পারেনি। বন্ধুরাই তার লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
তাদের একজন বলেন, 'আমরা তাকে শাহবাগে নিয়ে যাচ্ছি। সেখান থেকেই আজ আবদুল্লাহর যাত্রা শুরু, সেখানেই শেষ হবে।'
কয়েক মিনিটের মধ্যে আরেকটি লাশ আনা হয়।
লাশটি ছিল কারওয়ান বাজারে সংঘর্ষের সময় গুলিতে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র রেজাউল করিম রউফের।
চিকিত্সকরা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা ক্রমে বাড়বে।