স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাসাটিতে দুপুর সাড়ে ৩টার দিকে হামলা চালানো হয়।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর আন্দোলনকারীরা কামালের বাসা ভাঙচুর করেন। এ সময় তারা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
ক্ষমতা থেকে পদত্যাগের পর আজ সোমবার বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
শেখ হাসিনার পালানোর খবরের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয়োল্লাস করেছেন সাধারণ মানুষ। এ সময় তাদেরকে 'শেখ হাসিনা পলাইছে'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সোমবার হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় আন্দোলনকারীরা ভেতরে ভাঙচুরও করেন।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর গণভবনেও প্রবেশ করেন সাধারণ মানুষ। তারা গণভবনের লেক থেকে মাছ, বাগান থেকে শাকসবজি তুলে নিয়েছেন। অনেককে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্রও নিয়ে যেতে দেখা গেছে।
গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমপক্ষে ৯৪ জন নিহত হন। কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া এ আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা।