শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
অতি শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে আজ বিকাল ৪টায় দেশের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার কথা জানান সেনাপ্রধান।
ঢাকা ক্যান্টনমেন্টে কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করেন তিনি।
তিনি বলেন, দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে।
তিনি জনসাধারণকে ধৈর্য ধরা ও সহযোগিতা করার আহ্বান জানান।