হামলায় থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে, ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা হচ্ছে না
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন থানায় হওয়া হামলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। এ কারণে আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত আসতে পারে।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামীকাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকেও পরীক্ষা স্থগিত করা হলো।