বিমানের কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করেছেন কর্মচারী ও শ্রমিকরা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করেছেন সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও শ্রমিকরা। পদোন্নতি, করোনাকালীন পাওনাসহ বিভিন্ন দাবিতে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ক্যারিয়ারের একজন কর্মকর্তা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "আমরা এখন ভিতরের অবরুদ্ধ অবস্থায় আছি। তবে আমাদের এমডিসহ এডমিন ক্যাডারের কোন কর্মকর্তা এখন অফিসে নেই। তারা আগেই বের হয়ে গিয়েছেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
জানা গেছে, বর্তমানে ডিরেক্টরকে (এডমিন) অবরুদ্ধ করে কর্মচারীরা তাদের দাবি তুলে ধরছেন। এয়ারলাইন্সটি নিজস্ব নিরাপত্তা প্রহরী থাকলেও তাদের কাছে কোন অস্ত্র থাকে না। সেখানে কোন পুলিশ বা অন্য কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বর্তমানে মোতায়েন নেই।