আবু সাঈদ হত্যামামলা পিবিআইতে স্থানান্তর
রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এক নির্দেশে রংপুরের তাজহাট থানা থেকে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষ শুরু হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
এ ঘটনায় পরদিন ১৭ জুলাই তাজহাট থানায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় বাদী হয়ে মামলা করেন।