পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের জন্য কমিটি গঠন
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন এবং নতুন লোগো নির্বাচনের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে কমিটির সভাপতি করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার (লজিস্টিকস) মো. নুরুজ্জামানকে।
পুলিশ সদর দপ্তরের হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, পুলিশ বাহিনী সংস্কার আন্দোলনের ১১ দফা দাবিগুলো যৌক্তিক বিবেচনা করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের লক্ষ্যে আইজিপিকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।
ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে নতুন রং ও ডিজাইনের ইউনিফর্ম চালু করতে একটি প্রস্তাবনা তৈরি করে কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে মতামত/প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় স্মারকে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও জনবান্ধব করতে সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো বদলে যাচ্ছে।
বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ১১ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভয়ানক সহিংসতা এবং ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের পরে বর্তমান ইউনিফর্ম নিয়মিত পুলিশ ডিউটির জন্য উপযুক্ত ও স্বস্তিকর হবে না।'
ওই কর্মকর্তা বলেন, 'পুলিশকে আগে জনবান্ধব হতে হবে। তাদের জনসাধারণের কাছাকাছি যেতে হবে। সে কারণেই তাদের ১১ দফা দাবিতে মধ্যম পদমর্যাদার ও নিচের সারির সদস্যদের পক্ষ থেকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল।'
পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।