জাবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার পদত্যাগ করেছেন।
আজ সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। ডেপুটি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "ব্যক্তিগত কারণে দুজনেই পদত্যাগ করেছেন।"
অধ্যাপক মনজুরুল হক ২০২১ সালের ১ জুন তারিখে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে, তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, অধ্যাপক রাশেদা আক্তার ২০২১ সালের ১০ আগস্ট তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছিলেন।