শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব খোকনের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে সোনা চোরাচালানসহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুদকের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক কর্মকর্তাদের মতে, খোকন ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে শেখ হাসিনার উপ- প্রেস সেক্রেটারি ছিলেন। তিনি ম্যাক্স গ্রুপ ও নগদ নামের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, স্বর্ণ ও মুদ্রা পাচার এবং অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।