বনানী থেকে আটক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা।
এর আগে, সোমবার (১৯ আগস্ট) নৌ সদর দপ্তরের জারি করা এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জনানো হয়। 'পেনশন সংস্থানে বাধ্যতামূলক অবসর' এ পাঠাতে তাকে ঢাকার বিএনএস হাজী মহসিন (অতিরিক্ত) নৌ ঘাঁটিতে সংযুক্ত করা হয়।
যদিও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।
মো. সোহেলকে ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌ জাহাজ, ঘাঁটি এবং সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, মো. সোহেল এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর (আইএবি) কর্নেল জিএস হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।