ডিআইজি মোজাম্মেল, এমপি নদভী ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত
পুলিশ সদর দপ্তরে নিযুক্ত অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এবং চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিবারের সদস্যদের ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় এই নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। একইসঙ্গে এসব ব্যক্তির মালিকানাধীন ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।
বিএফআইইউ এর একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার (২১ আগস্ট) বেশকিছু চিঠি পাঠিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্দেশনা দেওয়া হয়েছে।
"আমরা সন্দেহজনক লেনদেন (এসটিআর) বা সন্দেহজনক কার্যক্রম প্রতিবেদন (এসএআর) সম্পর্কে জানাতে বলেছিলাম। এসব ব্যক্তির ব্যাংক হিসাবগুলো সম্পর্কে এসটিআর ও এসএআর পাওয়ার পরেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।