বন্যাকবলিত পূর্বাঞ্চলের জেলাগুলোর ১৪.৫ শতাংশ মোবাইল টাওয়ার অচল
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা নাগাদ বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের এক ডজন জেলার ১৪.৫ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক চালু রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ায় মুঠোফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর (বিটিআরসি) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিটিআরসির বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি জেলার মোট ১২ হাজার ১৭৯টি মোবাইল টাওয়ারের মধ্যে ২ হাজার ১৫টি টাওয়ায় অচল হয়ে গেছে।
নিয়ন্ত্রক সংস্থাটির যৌথ প্রচেষ্টায় কিছু সাইট আবার চালু করা গেছে। রাত ৯টা নাগাদ বন্ধ থাকা সাইটের সংখ্যা ১ হাজার ৭৯৯-এ নেমে আসে।
কাছাকাছি টাওয়ার পরিষেবা দিতে না পারলে ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন ও নিম্নমানের পরিষেবার সমস্যায় ভোগেন।
বন্যাকবলিত অঞ্চলে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে রাজধানীতে নিজেদের কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং ও নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বিটিআরসি।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিটিআরসি, বিটিসিএল ও টেলিটকে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।
বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের ইমার্জেন্সি রেসপন্স টিম পুরো কাজের দায়িত্বে রয়েছে বলা জানানো হয় বিবৃতিতে।
এছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে মোবাইল নেটওয়ার্ক চালু রাখতে ও দ্রুত টাওয়ার মেরামতের জন্য নিজেদের সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।