৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএস'র লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশে সরকারী কর্ম কমিশন। আগামী বুধবার ২৮ আগস্ট ২০২৪ থেকে এ লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
আজ রবিবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়। এর পাশাপাশি পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি পরে জানানো হবেও বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ২৬ এপ্রিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএস'র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ৯ মে পরীক্ষার ফল প্রকাশিত হয়। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হয়েছেন।