ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে জিএসপি সুবিধা ফেরত আনতে চান ব্যবসায়ীরা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশা করছেন ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপির [জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্স] ওপর নিষেধাজ্ঞা আরোপের এক দশক পেরিয়ে গেলেও এখনো এ সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা অর্থবাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জিএসপি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা কথা বলেছেন।
'তিনি [ইউনূস] সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। ড. ইউনূসের ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে চাই,' বলেন তিনি।
রানা প্লাজা ধসের তিন মাস পরে ২০১৩ সালের জুলাইয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে জিএসপি সুবিধা বাতিল করা হয়। সে বছরের নভেম্বরেই বাণিজ্য সুবিধা ফিরে পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ টিকফা চুক্তি স্বাক্ষর করে।
মোহাম্মদ হাতেম আরও জানান, ঋণপত্র খুলতে ৬টি ব্যাংক মার্জিন চাওয়ার বিষয়ে কথা হয়েছে। বিষয়টি নিয়ে উপদেষ্টা গভর্নরের সঙ্গে কথা বলবেন।
কারখানার নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'কারখানার নিরাপত্তা জরুরি। তবে এটার সমাধান হয়ে যাবে। এখন কোনো ঝামেলা নেই।
'বায়ারদের একটা আস্থার অভাব ছিল, তাও কেটে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও বায়ারদের সঙ্গে কথা বলবেন।'
দেশে আকস্মিক বন্যার কারণে উৎপাদনে সমস্যা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমাদের শত-শত ট্রাক মিরসরাই এলাকা পড়ে আছে, নিরাপত্তার সমস্যা আছে। সরবরাহ চেইনে সমস্যা হচ্ছে।'
বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহনে সমস্যা হওয়ায় নারায়ণগঞ্জের পানগাঁও বন্দর দ্রুত উন্নয়ন বা চালু করা দরকার বলেও মত প্রকাশ করেন মোহাম্মদ হাতেম।