১১ দফা দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে পিপল সিরামিকস কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকের যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন, আমরা দীর্ঘ ১০ বছর ধরে ১১ দফা দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি পূরণ না হওয়ায় এবার আন্দোলনে নেমেছি।
এ বিষয়ে কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।