জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে আগস্ট মাসে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।
২০২৪ সালের আগস্টে জুলাই মাসের তুলনায় রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ১৮ হাজার ২৯২ টিইইউ।
তবে রপ্তানি কনটেইনার হ্যান্ডেলিং বাড়লেও জুলাই মাসের তুলনায় আগস্টে আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ প্রায় একই থেকেছে।
চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, এ বছরের আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৭৮ হাজার ১৪৬ টিইইউ। জুলাই মাসে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল ৫৯ হাজার ৮৫৪ টিইইউ।
অন্যদিকে আগস্টে আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছে এক লাখ ১৪ হাজার ৭০৮ টিইইউ, যা জুলাই মাসে ছিল এক লাখ ১৪ হাজার ৪৫৫ টিইইউ।
অর্থাৎ আগস্ট মাসের তুলনায় জুলাইয়ে আমদানি কনটেইনার হ্যান্ডেলিং কমেছে ২৫৩ টিইইউ কনটেইনার।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুন মাসে ৬৯ হাজার ৬৬২ টিইইউ রপ্তানি পণ্যবাহী এবং এক লাখ ১৪ হাজার ৫৯১ টিইইউ আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এর ফলে ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা বন্ধ ছিল বেশ কয়েকদিন।
এতে জুলাই মাসে জুন মাসের তুলনায় রপ্তানি কনটেইনার হ্যান্ডেলিং কমে গিয়েছিল নয় হাজার ৮০৮ টিইইউ। আগস্টে এ পরিস্থিতির উন্নতি হওয়ায় রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বেড়েছে।
রপ্তানি পণ্য জাহাজে তোলার আগে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে কনটেইনার বোঝাই করা হয়। এরপর জাহাজের সময়সূচি অনুযায়ী বন্দরে নিয়ে যাওয়া হয়।
কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা-এর সেক্রেটারি জেনারেল রুহুল আমিন সিকদার টিবিএসকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের বিভিন্ন কারখানা থেকে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্য চট্টগ্রামের ডিপোগুলোতে আসতে পারেনি।
'যে-সব পণ্যবাহী রপ্তানি কনটেইনার ডিপোতে ছিল, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সেগুলো জাহাজীকরণ করা যায়নি। জুলাইতে আটকে যাওয়া এসব কনটেইনার আগস্টে জাহাজীকরণ হয়। এর ফলে জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ১৮ হাজার ২৯২ টিইইউ,' বলেন তিনি।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগষ্টে রপ্তানি পণ্যবাহী ৬৫ হাজার ৪৬১ টিইইউ এবং আমদানি পণ্যবাহী এক লাখ পাঁচ হাজার ৭৫ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং হয়।
ওই বছরের জুলাইয়ে ৫৯ হাজার ৫৯২ টিইইউ রপ্তানি পণ্যবাহী, এক লাখ ১৩ হাজার ৪৮৫ আমদানি পণ্যবাহী; জুনে ৭৫ হাজার ৩৯১ টিইইউ রপ্তানি পণ্যবাহী, এক লাখ তিন হাজার ৭৫৫ টিইউ আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল।