বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সামুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছে।
নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এটি আজ (৯ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এবং বাংলাদেশে এর তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
এরপরেও প্রটোকল অনুযায়ী, দেশের সমস্ত সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে আগামীকাল (১০ সেপ্টেম্বর) থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।