চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আহত আরও একজন আজ (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। বর্তমানে আরও ছয়জন বার্ন ইউনিটের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোহাম্মদ খায়রুল (২০) পটুয়াখালী জেলার কাউখালী উপজেলার বাশেরকাটি এলাকার মোহাম্মদ কমল শেখের ছেলে।
এসএন কর্পোরেশনের প্রোডাকশন ম্যানেজার সাইফুল আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে খায়রুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ইয়ার্ডের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
সাইফুল বলেন, "সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি আহত অবস্থায় মারা যান।"
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইয়ার্ডের সেফটি ম্যানেজার আহমদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এসএন করপোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে কর্মকর্তা ও শ্রমিকসহ অন্তত ১২ জন গুরুতর দগ্ধ হন।
আহতদের উদ্ধার করে চমেকে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে আটজন গুরুতর দগ্ধ হন এবং তাদের দেহের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে যায়। অন্য চারজন বিস্ফোরণে আহত হন।