রাজশাহীতে ৫ আগস্ট দুই হাতে দুই অস্ত্র চালানো রুবেল ৫ দিনের রিমান্ডে
রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ রায় দেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে তাকে আদালত তুলে ১০ দিনের রিমান্ড আবেদন প্রার্থনা করেন বোয়ালিয়া থানা পুলিশ। আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামিকে শনিবার গভীর রাতে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে র্যাব। রাতে র্যাবের সদরদপ্তরেই তাকে রাখা হয়। সেখান থেকে সকালে বোয়ালিয়া থানা পুলিশ গ্রহণ করে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে।
তিনি বলেন, "১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। তার নামে থানায় হত্যা, হত্যার চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ৬টি মামলা রয়েছে। ছয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।"
তবে আলী রায়হান হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ৫ আগস্টের আগে তার নামে ৮টি মামলা ছিল। ৫ আগস্টের ঘটনায় তার নামে আরও ৬টি মামলা হয়েছে।
"তদন্তে কোথা থেকে অস্ত্র পেল, আরও কারা কারা ঘটনার সাথে যুক্ত ছিল, কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সব বিষয় আসবে," বলেন তিনি।
অভিযোগে আছে- জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলার আসামি রুবেল। ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন তিনি। সর্বশেষ গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল।
ভিডিও ফুটেজে দেখা যায়, রুবেল মাথায় হেলমেট পরে দুই হাতে দুই পিস্তুল নিয়ে সমানতালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করছেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হন আরও অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। এই দুই শিক্ষার্থী হত্যা মামলারও আসামি রুবেল। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো রুবেলও গা ঢাকা দিয়েছিলেন।
রুবেল নগরীর চণ্ডিপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানের লিটনের ডান হাত হিসেবে পরিচিত।