ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ আরও দুইজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া টিবিএসকে বলেন, সোমবার ভোর ৬টার দিকে ধোবাউড়া সীমান্ত দিয়ে পালানোর সময় ওই চারজনের গাড়ি আটক করেন স্থানীয়রা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক বাকি দুজন হলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিম।
আটকদের পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ চলাকালে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিভিন্ন থানায় একাধিক মামলায় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আরও কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও।
এদিকে রোববার রাতে সাবেক রাজধানীর বেইলি রোড থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।