সাভার-আশুলিয়া, জিরানী, গাজীপুর এলাকায় আজও বিজিএমইর ২২ কারখানা বন্ধ
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিএমই'র সদস্য পোশাক কারখানাগুলোর মধ্যে বিভিন্ন দাবিতে বন্ধ রয়েছে ২২টি কারখানা।
সাভার-আশুলিয়া, জিরানী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগর এবং চট্টগ্রাম এলাকার মোট ২,১৪৪টি কারখানার মধ্যে চালু রয়েছে ২,১২২টি কারখানা।
বিজিএমইএ সূত্র আরও জানায়, এরমধ্যে আশুলিয়ার মোট ২৭২টি কারখানার মধ্যে ১৩/১ ধারায় (নো ওয়ার্ক, নো পে) বন্ধ আছে ১৫টি কারখানা। এছাড়া, খোলা রাখার পর কাজ বন্ধ আছে, এমন কারখানার সংখ্যা ৪টি। আশুলিয়ায় আজ চালু আছে মোট ২৫৩টি কারখানা।
এরমধ্যে আগস্ট মাসের বেতন দিয়েছে এমন কারখানার সংখ্যা ২৬০টি (৯৫.৫৮%)। আগস্ট মাসের বেতন দেয়নি ১২টি (৪.৪২%) কারখানা।
আশুলিয়ায় ১৩/১ ধারায় বন্ধ থাকা কারখানাগুলো হলো- ম্যাসকট গার্মেন্টস লিমিটেড, ম্যাসকট নিট লিমিটেড, ম্যাসকট ফ্যাশন লিমিটেড, রেডিয়েন্স জিন্স, রেডিয়েন্স ফ্যাশন, স্ক্যান্ডেক্স (বিডি) লিমিটেড, হামজা ক্লথিং, আরকে নিট লিমিটেড, সান অ্যাপারেলস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, শিন শিন অ্যাপারেলস লিমিটেড, পার্ল গার্মেন্টস লিমিটেড, জেনারেশন নেক্সট লিমিটেড, ইউফোরিয়া লিমিটেড এবং সুসুকা নিট লিমিটেড।
এছাড়া কারখানা খোলা পর কাজ বন্ধ আছে বা শ্রমিকরা চলে গেছেন- এমন কারখানাগুলো হলো- রেডিয়েন্স নিটওয়্যার লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, কমফিট কম্পোজিট লিমিটেড এবং সাউদার্ন গার্মেন্টস লিমিটেড।
বিজিএমইএ জানায়, গাজীপুর এলাকায় আজ খোলা আছে মোট ৮৭৬টি কারখানা, বন্ধ আছে ৩টি। সাভার-আশুলিয়া এবং জিরানী এলাকা মিলিয়ে খোলা কারখানার সংখ্যা ৪০৭টি, বন্ধ আছে ১৯টি।
এছাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা মহানগর এবং চট্টগ্রাম এলাকার যথাক্রমে মোট ২০৯টি, ৩০২টি এবং ৩৫০টি কারখানার সবগুলোই আজ চালু রয়েছে। এখন পর্যন্ত এসব এলাকার কোনো কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি।
বিজিএমইর এই সদস্য কারখানাগুলোর মধ্যে শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করেছে ২,০২২টি কারখানা; আগস্টে বেতন না দেওয়া কারখানার সংখ্যা ১২২টি।
এদিকে, আজ সকালে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।
ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন শ্রমিক।
নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাসকট গার্মেন্টস লি.-এ সহকারী সেলাই মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।