নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় আরও এক আসামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মাদ ত্বকী হত্যা মামলার আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। গতকাল (সোমবার) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ। সে চাষারা এলাকার আলী হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি বলেন, 'রাতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলার তদন্তে পারভেজের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে তোলা হলে আদালত তাকে হাজতে প্রেরণ করে।'
চলতি সেপ্টেম্বরে এই হত্যা মামলায় আরও চার আসামীকে গ্রেপ্তার করে র্যাব। তারা হলেন সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ। এদের মধ্যে কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এই হত্যাকাণ্ডের পেছনে শামীম ওসমান, তার ছেলে অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।