পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইড লাইন বৈঠক এখনও চূড়ান্ত হয়নি। তবে পাকিস্তানের সরকার প্রধানসহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বলেন উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ শুরু করবে। আজ সৌজন্য সাক্ষাৎ হলো মাত্র। অগ্রগতির আগে প্রতিনিধিদল আগ বাড়িয়ে কিছু বলতে চায় না। নিরপেক্ষ তদন্ত হোক এটা চায় বাংলাদেশ। কোথাও যাওয়ার জন্য লজিস্টিকস সহায়তা চাইলে দেয়া হবে।
ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার ৪৫ দিন পর আর পাসপোর্টের বৈধতা নেই। তবে, সব কিছু আইন দিয়ে চলে না। ভারত সরকার আশ্রয় দিয়েছে। উনার স্ট্যাটাস সম্পর্কে আমাদেরকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।