যুগ্ম সচিব পদে পদোন্নতি চান ২৫ ক্যাডারের কর্মকর্তারা
প্রশাসন ক্যাডার ছাড়া অন্য সব ক্যাডার থেকে উপসচিব হওয়া ১৯৪ জন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির দাবি জানিয়েছেন।
এই দাবিতে তারা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিজেদের 'বঞ্চিত' দাবি করা এসব কর্মকর্তারা জানান, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দফায় দফায় পদোন্নতি দেওয়া হলেও– তাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন সাংবাদিকদের বলেন, ১৩ থেকে ২২তম বিসিএস পর্যন্ত প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ২৫টি ক্যাডারের ১৯৪ জন উপসচিব পদোন্নতি বঞ্চিত আছেন। ২০২৩ সাল থেকেই এসব কর্মকর্তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।
সরকার পতনের পর ২৫টি ক্যাডারের কর্মকর্তারা গত ১১ আগস্ট জনপ্রশাসন সচিবের কাছে তাদের পদোন্নতির দাবি জানান। এই দাবিতে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। কিন্তু, এই ২৫ ক্যাডারের উপসচিবদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব নুরুল আমিন বলেন, এসব কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সভা ডাকা হয়নি। আজকে জনপ্রশাসন সচিব বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব এসএসবির সভাপতি, তিনি তারিখ দিলে সভা আহ্বান করা হবে।
'এরপর বঞ্চিত কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে গেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, জনপ্রশাসন সচিব সভা আহবান করার জন্য প্রস্তুত কিনা– তা তিনি জানেন না। জনপ্রশাসন সচিব চাইলে তিনি (মন্ত্রিপরিষদ সচিব) সময় দেবেন। এসএসবি সভা আহবানের বিষয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব' - যোগ করেন নুরুল আমিন।