তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান শুনলে শেখ হাসিনার পালাতে হতো না: বিএনপি যুগ্ম মহাসচিব
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান শুনলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালাতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
আজ মঙ্গলবার 'রাজনৈতিক দমন-পীড়নের শিকারদের' স্মরণে এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
হাবিব উন নবী খান সোহেল বলেন, "হাসিনা আমাদের আহ্বান উপেক্ষা করে বিদেশি শক্তির কথা শুনেছেন। তিনি যদি আমাদের কথা শুনতেন, তাহলে তাকে এভাবে পালিয়ে যেতে হতো না।"
আজ বেলা আড়াইটায় সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, "এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের ছাত্র-জনতা ম্যাডেন্ট দিয়েছে স্বৈরাচারের হাত থেকে দেশে ফিরিয়ে এনে সংস্কার করা, কিন্তু মনে রাখতে হবে গত ১৭ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে।"
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, "শেখ হাসিনা বলেছে, সে চট করে দেশে আসবে, আমরাও চাই আসুক। আমাদের উপর ১৭ বছর যে গ্রেপ্তার-নিপীড়ন চালিয়েছে সেজন্য শেখ হাসিনার বিচার করবো।"
বর্তমান সরকারকে ইঙ্গিত করে আব্বাস বলেন, "আমরা বারবার বলেছি, এ সরকার কে যৌক্তিক সময় দিবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনাদেরকে আজীবন সময় দিবো।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।