খাগড়াছড়িতে মামুন হত্যা: সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে মামুন(৩০) নামে এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখসহ ১০/১২জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
নিহতের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়ে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মামলায় উল্লিখিত আসামীরা হলেন, জেলা সদরের শালবাগান এলাকার মো. শাকিল, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম এবং তাঁর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক দিদারুল আলম।
গত বুধবার ভোরে চোর সন্দেহে জেলা সদরে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে পরের দিন দীঘিনালায় প্রতিবাদ সমাবেশ করার সময় হামলা, গুলি ও স্থানীয় দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই দিন রাতে জেলা শহরের স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মূল দলের গোলাগুলিতে তিনজন নিহত হয়। আহত হয় ৯জন। পরের দিন এই ঘটনার রেশ পড়ে রাঙ্গামাটিতে। সেখানেও স্থানীয়দের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে এবং একজন নিহতসহ অনেকে আহত হয়।