ক্রসফায়ারের নামে হত্যা, ৭ বছর পর সাবেক এমপি হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতা কবির হোসেন রনি হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের ৭ বছর পর আজ মঙ্গলবার (৮ অক্টোবর) নিহতের ছেলে আশিকুর রহমান আসিফ বাদী হয়ে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মোখলেছুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম পান্না ও বেঞ্চ সহকারী সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় উল্লেখ করা হয়েছে, আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ির বাসিন্দা আশিকুর রহমান আসিফের পিতা কবির হোসেন রনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর নবীনগর এলাকা থেকে কবির হোসেন রনিকে গ্রেফতার করে পুলিশ। এরপর অমানসিক নির্যাতন চালায়। ২১ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আগৈলঝাড়া থানার বাইপাস মোড় এলাকায় রাস্তার ওপরে গুলি করে হত্যা করে। হত্যার পর সেটিকে ক্রসফায়ার বলে প্রচার চালায়।
এতে আরও বলা হয়েছে, আসামিরা প্রভাবশালী হওয়ায় এতদিন তাদের বিরুদ্ধে বাদী মুখ খুলতে পারেননি। শুধু কবির হোসেন রনি নয়— আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে, ১৯৭৪ সালে সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র – নজরুল, সদরুল ও সমরেশকে গুন্ডাবাহিনী দিয়ে হত্যার অভিযোগ আছে। ওই হত্যার সাক্ষী এখনো আছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন– বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ওসি মনিরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, একই গ্রামের আব্দুস সাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল। এছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে।