বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি; দাম কমেছে কেজিতে ২০ টাকা
বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। এতে সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বাজারে কমতে শুরু করেছে শাক-সবজির দাম।
আজ (শুক্রবার) রাজধানীর কারওয়ান বাজার, কল্যাণপুর, হাতিরপুল বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। এক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ২০ টাকা কমেছে সবজির দাম।
কল্যাণপুরে সবজি বিক্রেতা মোহম্মদ রুবেল বলেন, "পাইকারিতে প্রায় সব সবজিতে ২০ টাকা কমেছে। তাই খুচরা বাজারেও ২০ টাকা কমেছে। গত সপ্তাহে পটল বিক্রি করেছি ৮০ টাকা; এখন ৬০ টাকা কেজি।"
বাজারে প্রতি কেজি করোলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা ও ঢেঁড়স ৬০ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজির কেজি ছিল ৯০ টাকার ছিল।
তবে শীতের আগাম সবজি শিমের দাম কিছুটা বেশি। সিম ১৫০ থেকে ২০০ টাকা কেজি। দুই সপ্তাহ আগে এই সিম ছিল ৩০০ টাকা কেজি। ছোট আকারের ফুলকপি প্রতি পিস ৪০ টাকা।
বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। ডিম ডজন ১৫৫ থেকে ১৬০ টাকা। যা সপ্তাহ দুয়েক আগে ছিল ১৮০ টাকার বেশি।
এদিকে দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।