কাস্টমসের দ্বিতীয় নিলামেও ১৬ কোাটি টাকার মার্সিডিস বেঞ্জের দাম উঠল সাড়ে ৬ কোটি টাকা
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামে প্রায় ১৬ কোটি ১১ লাখ টাকা দামের একটি ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ গাড়ির দাম উঠেছে কেবল ছয় কোটি ৫২ লাখ টাকা।
এর আগেও একবার গাড়িটি নিলামে তুলেছিল কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু কাঙ্ক্ষিত দর না পাওয়ায় গাড়িটি দ্বিতীয়বারের মতো নিলামে তোলা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসে অনুষ্ঠিত নিলামে গাড়িটির সর্বোচ্চ এ দর উঠে। গাড়িটি ছাড়াও চট্টগ্রাম কাস্টম হাউস এ দিন আরও ২৫ লটের পণ্য নিলামে তোলে।
কাস্টমস জানায়, গাড়িটি পেতে তিনজন বিড করেন। এর মধ্যে সর্বোচ্চ দাম ছয় কোটি ৫২ লাখ টাকা এবং সর্বনিম্ন দাম ছয় কোটি দুই লাখ টাকা ওঠে।
কাস্টমস নীতিমালায় নিলামে কোনো পণ্য কিনতে দরদাতাদের কমপক্ষে ৬০ শতাংশ দাম দিতে হয়।
চট্টগ্রাম কাস্টমস জানায়, নিলামে বিভিন্ন ফেব্রিক, লুব্রিক্যান্টসহ বিভিন্ন পণ্য নিলামে তোলা হয়। ২৫ লটের বিপরীতে মোট ৭৯টি দরপত্র পাওয়া গেছে।
নিলামের বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, 'মার্সিডিজ বেঞ্জটির সর্বোচ্চ দর পাওয়া গেছে ছয় কোটি ৫২ লাখ টাকা।'
'পর্যালোচনার পর সর্বোচ্চ দরদাতাদের মধ্যে কারা কোন পণ্য পাবেন, তা নিলাম শাখা নির্ধারণ করবে,' জানান তিনি।